জেরুজালেমে বাস স্ট্যান্ডে দুটি বোমা হামলায় এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ১৪ জন। বুধবার ইসরায়েলি পুলিশ এ তথ্য জানিয়েছে। সংবাদমাধ্যমটি জানিয়েছে, শহরের উপকণ্ঠে দুটি ব্যস্ত এলাকায় বিস্ফোরণগুলি ঘটে। ওই সময় স্থানীয়রা কর্মস্থলে যাচ্ছিল। প্রথম বিস্ফোরণে আহত হয় ১২ জন। এদের মধ্যে নিহত ওই কিশোরও ছিল। দ্বিতীয় বিস্ফোরণে আহত হয়েছে আরও তিনজন। ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রী বলেছেন, এটি ‘এমন একটি হামলা যা আমরা দীর্ঘ সময়ের মধ্যে দেখিনি।’

প্রথম বিস্ফোরণটি ঘটেছিল গিভাত শৌলে শহরের প্রধান প্রবেশদ্বারের কাছে। স্থানীয় সময় বুধবার সকাল ৭টা ৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এর প্রায় ৩০ মিনিট পরে শহরের আরেকটি প্রবেশদ্বার রামোট জংশনে দ্বিতীয় বিস্ফোরণ হয়। একটি ভিডিওতে দেখা যাচ্ছে, লোকজন দৌড়াচ্ছে এবং ধ্বংসাবশেষ রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে আছে। ইসরায়েলি পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে দেখা গেছে দুটি বিস্ফোরণ ঘটনাস্থলে রাখা বিস্ফোরক ডিভাইসের কারণে হয়েছিল। এটি ‘সম্মিলিত সন্ত্রাসী হামলা’ বলে সন্দেহ করা হচ্ছে।

রাকিব/এখন সময়