দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮৬৯ জন হাসপাতালে ভর্তি হয়েছে। সবমিলিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৫৯৭ জনে। এ সময় ডেঙ্গুতে নতুন করে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছে ১৩৪ জন। শনিবার স্বাস্থ্য অধিদফতরের পাঠানো ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হওয়াদের মধ্যে ৪৮১ জন ঢাকার বাসিন্দা। ঢাকার বাইরে হাসপাতালে ভর্তি হয়েছে ৩৮৮ জন। সবমিলিয়ে বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ২ হাজার ২৭৯ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি আছে ১ হাজার ৩১৮ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে গতকাল পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৩৬ হাজার ১৩১ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৩২ হাজার ৪০০ জন।

রাকিব/এখন সময়