পাপুয়া নিউগিনিতে ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৭.৬।

ইউরোপিয়ান মেডিটেরানিয়ান সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, কম্পনের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৮০ কিলোমিটার গভীরে কাইনানতু শহরে। সবচেয়ে বেশি কম্পন অনুভূত হয়েছে গোরোকা, লায়ে এবং মাদাং শহরে। কম্পনের উৎসস্থলের খুব কাছাকাছি থাকায় এই শহরগুলোতে ক্ষতির পরিমাণ সবচেয়ে বশে হয়েছে বলে স্থানীয় সূত্রে দাবি করা হয়েছে।

এদিকে ভূমিকম্পের কারণে পাপুয়া নিউগিনিতে সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে এবং বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। বার্তাসংস্থাটি জানিয়েছে, ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এছাড়া ঠিক কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটিরও কোনো আনুষ্ঠানিক তথ্য জানানো হয়নি।

এখন পর্যন্ত ভূমিকম্পে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, ভূমিকম্পে বহু ভবন প্রচণ্ডভাবে কেঁপে ওঠে। পাপুয়া নিউ গিনিতে প্রথম ভূমিকম্পটি আঘাত হানে শনিবার দিবাগত রাত ২টায়। দ্বিতীয় ভূমিকম্পটি এক ঘণ্টা পর আঘাত হানে। ভূমিকম্প আঘাত হানা পাপুয়া নিউ গিনির কাইনানতু শহরটিতে ১০ হাজার মানুষের বসবাস।

রাকিব/এখন সময়