মন্টিনিগ্রোতে বন্দুকধারীর গুলিতে অন্তত ১২ জন নিহত হয়েছেন। ওই বন্দুকধারী নিজেরও নিহত হয়েছেন। এ ঘটনায় একজন পুলিশ কর্মকর্তাসহ আরও ৬ জন আহত হয়েছেন। শুক্রবার (১২ আগস্ট) দেশটির রাজধানী পোডগোরিকো থেকে ৩৬ কিলোমিটার দূরের সেটিনজেতে এ হামলার ঘটনা ঘটে।

রয়টার্স জানিয়েছে, সন্দেহভাজন বন্দুকধারী আইনশৃঙ্খলা বাহিনীর ওপর গুলি চালানোর পরে নিহত হয়েছেন। বন্দুকধারী আশেপাশের পথচারীদের ওপর এলোপাতাড়ি গুলি চালান এবং পরে তিনি নিজেই গুলিবিদ্ধ হয়ে মারা যান। এই মর্মান্তিক ঘটনার পর দেশটির প্রধানমন্ত্রী দ্রিতান আবজোভিচ তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে তিনি লিখেছেন, আমি মন্টিনিগ্রোর সব নাগরিককে নির্দোষ নিহতদের পরিবারের পাশে থাকার আহ্বান জানাচ্ছি।

প্রতিবেদনে বলা হয়েছে, গোলাগুলিতে একজন পুলিশ কর্মকর্তাসহ আরও ৬ জন আহত হয়েছেন। সন্দেহভাজন বন্দুকধারী আইনশৃঙ্খলা বাহিনীর ওপর গুলি চালানোর পরে নিহত হয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, তিনি আশেপাশের পথচারীদের ওপর এলোপাতাড়ি গুলি চালান এবং পরে তিনি নিজেই গুলিবিদ্ধ হয়ে মারা যান।

রাকিব/এখন সময়