ইরানের দক্ষিণাঞ্চলীয় ফারস প্রদেশে ভারি বৃষ্টিপাতের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় কমপক্ষে ২২ জন প্রাণ হারিয়েছেন। ফার্সের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রধান খলির আবদুল্লাহি জানান, এখনও একজন নিখোঁজ রয়েছেন।

তিনি জানান, হঠাৎ বন্যায় ১৫টি গাড়ি ডুবে যায় পরে সেসব গাড়ির ভেতর থেকে ৫৫ জনকে উদ্ধার করা হয়। গ্রীষ্মকালীন ছুটিতে স্থানীয়রা যখন নদী, হাওর ও উপত্যকা এলাকাগুলোতে ভ্রমণ করেছে ঠিক সেই সময়ে এ বন্যা দেখা দিয়েছে। এ ঘটনায় ওই প্রদেশের গভর্নর রোববার দিনটিকে শোক দিবস হিসেবে ঘোষণা দিয়েছেন।

এদিকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, ইরানে আকস্মিক বন্যায় কমপক্ষে ২২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মকর্তারা।

তারা জানিয়েছেন, প্রাদেশিক রাজধানী শিরাজ থেকে ১৭৪ কিলোমিটার (১০৮ মাইল) পূর্বে ইস্তাহবান শহরে ১৫০ জন জরুরি কর্মী এবং আকাশপথে দায়িত্বপালন করা পৃথক একটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।

রাকিব/এখন সময়