বগুড়ার গাবতলীতে ফুটবল খেলা নিয়ে বিরোধের জের ধরে মামুন হোসেন (২৪) নামের এক যুবক খুন হয়েছেন। আজ রবিবার ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত মামুন গাবতলী উপজেলার টিওরপাড়ার মৃত আব্দুর রাজ্জাক ওরফে গামার ছেলে।

পুলিশ জানায়, শনিবার বিকেলে গ্রামের ধানক্ষেতে ফুটবল খেলা নিয়ে দুই গ্রুপের মধ্যে ঝগড়া-বিবাদ হয়।

পরে সেখানেই বিরোধ নিষ্পত্তি হয়ে যায়। রাত পৌনে ১০টার দিকে মামুন গ্রামের একটি মুদি দোকানে বসে ছিলেন। সে সময় হোসেনপুর গ্রামের খোকন নামের এক যুবক জিআই পাইপ দিয়ে পেছন থেকে মামুনের মাথায় আঘাত করে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন মামুনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে মামুন মারা যান।
গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামি খোকনকে গ্রেপ্তার করতে রাত থেকেই অভিযান শুরু হয়েছে। নিহত যুবকের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।