ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরে রাস্তা পার হওয়ার সময় বাস চাপায় দুই সন্তানসহ মায়ের মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৬ জুলাই) বেলা পৌনে ১২টার দিকে মির্জাপুর উপজেলার জামুর্কী নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকাবাসী মহাসড়ক অবরোধ করলে মহাসড়কের উভয় পাশে অন্তত ১৬ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।

নিহতরা হলেন- মা পারভীন আক্তার (৩৫), ছেলে সুমন (১০), মেয়ে সাদিয়া (৭)।

নিহতদের বাড়ি উপজেলার বাঁশতৈল ইউনিয়নের বাঁশতৈল গ্রামে।
জানা যায়, পারভীন আক্তার উপজেলার বানাইল ইউনিয়নের পানিশাইল গ্রামের বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে পাকুল্যা বাসস্ট্যান্ড পার হওয়ার সময় দ্রুত গতির বাস চাপা দিলে ঘটাস্থলেই সাদিয়ার মৃত্যু হয়। পারভীন ও সুমনকে উদ্ধার করে জামুর্কী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক টাঙ্গাইলে রেফার্ড করেন। সেখানে তাদের মৃত্যু হয় বলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিশ্চিত করেছেন।

এ ঘটনার পর স্থানীয় জনতা মহাসড়ক অবরোধ করেন। মহাসড়কের উভয় পাশে কমপক্ষে ১৬ কিলোমিটার এলাকা পর্যন্ত যানজটের সৃষ্টি হয়েছে। বিপুল সংখ্যক পুলিশ ও উপজেলা প্রশাসনের লোকজন জনতাকে শান্ত করার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছেন।