বাংলাদেশের শান্তিরক্ষীরা যাতে ভবিষ্যতেও বিশ্বব্যাপী শান্তি রক্ষা করতে পারে সে ব্যাপারে বাংলাদেশ সরকারের সম্পূর্ণ সমর্থন থাকবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বিশ্ব শান্তিরক্ষা দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার বিকেলে বঙ্গভবনে দেওয়া এক ভাষণে রাষ্ট্রপতি এসব কথা বলেন।
তিনি বলেন, আগামী দিনগুলোতে জাতিসংঘের অধীন শান্তি রক্ষা কার্যক্রম সমানভাবে বজায় থাকবে বলে আমরা আশাবাদী। শান্তি রক্ষা কার্যক্রম ভবিষ্যতে আরো চ্যালেঞ্জিং হবে। তাই আমাদের সশস্ত্র ও পুলিশ বাহিনীকে যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে আরো দক্ষ করে গড়ে তুলতে হবে।
তিনি বলেন, জাতিসংঘের অধীনে আন্তর্জাতিক শান্তিরক্ষা কার্যক্রমে এ পর্যন্ত আমাদের ১১৮ জন শহিদ হয়েছেন। আমি এ সকল বীর সেনানীদের শ্রদ্ধাভরে স্মরণ করছি।
যারা সফলতার সঙ্গে শান্তিরক্ষা কার্যক্রম সম্পন্ন করেছেন এ সময় তাদের অভিনন্দন জানান রাষ্ট্রপতি। সময় রাষ্ট্রপতি সশস্ত্র ও পুলিশ বাহিনীকে বিশ্বব্যাপী শান্তি রক্ষায় সততা বজায় রাখার জন্য উদাত্ত আহ্বান জানান।