সিরিয়ার সেনাবাহিনী রাজধানী দামেস্কের উত্তর উপকণ্ঠে অবস্থিত একটি গ্রাম তাকফিরি সন্ত্রাসীদের কাছ থেকে পুনর্দখলে নিয়েছে। আলেপ্পো দখলে নেয়ার লক্ষ্যে বিদেশী মদদপুষ্ট সন্ত্রাসীদের বিরুদ্ধে যখন সেনাবাহিনীর চূড়ান্ত অভিযান চলছে তখন এ সাফল্যের খবর এলো। অভিযানে সেনাবাহিনীকে সহযোগিতা দিয়েছে স্বেচ্ছাসেবী বাহিনী।
নাম প্রকাশে অনিচ্ছুক একটি সামরিক সূত্র জানিয়েছে, সিরিয়ার সেনাবাহিনী গতকাল রাজধানী দামেস্ক থেকে ১০ কিলোমিটার পূর্বে সন্ত্রাসীদের নিয়ন্ত্রিত পূর্ব ঘৌতা এলাকায় অবস্থিত হোশ নাসরি গ্রামের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে।সেনাবাহিনীর অভিযানে এসময় বহু সন্ত্রাসী নিহত হওয়ার পাশাপাশি বেশ কিছু সন্ত্রাসী পালিয়ে গেছে বলে ওই সূত্রটি দাবি করেছে।
সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী ইউনিট এখন হোশ গ্রামের রাস্তায় সন্ত্রাসীদের পুঁতে রাখা বোমা এবং মাইন খুঁজে বের করার চেষ্টা করছে।
এছাড়া, সিরিয়ার সেনাবাহিনী দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় দারা প্রদেশে আন-নুসরা সন্ত্রাসী গোষ্ঠীর একটি কমান্ড সেন্টার ধ্বংস করেছে। সম্প্রতি আন-নুসরা ফ্রন্ট জাবহাত ফাতেহ আশ-শাম হিসেবে নতুন নামে আত্মপ্রকাশ করেছে।