জঙ্গি সন্দেহে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী ইফফাদ আহমেদ চৌধুরী ওরফে নাহিদকে আটক করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট।
আটক নাহিদ সিলেট ওসমানীনগরের খালেদ আহমেদ চৌধুরীর ছেলে।
মঙ্গলবার দুপুর ১টায় ক্যাম্পাসের একাডেমিক ভবন ‘সি’ এর সামনে থেকে তাকে জিজ্ঞাসাবাদের জন্য তুলে নিয়ে যাওয়া হয়।
জালালাবাদ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, নাহিদ আনসারুল্লাহ বাংলা টিমের একজন সক্রিয় সদস্য। এর আগে আটক আব্দুল আজিজের সঙ্গে তার সখ্যতা ছিল। তিনি আব্দুল আজিজের চেয়ে অনেক বেশি অ্যাডভান্সড।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. রাশেদ তালুকদার জানান, পুলিশের বিশেষ ইউনিট নাহিদকে আটক করে নিয়ে গেছে।
এ বিষয়ে জানতে নাহিদের পরিবারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের পাওয়া যায়নি। তবে তার চাচা রফিক বিষয়টি জানেন না বলে জানান।
এর আগে গত ১৮ জুলাই জঙ্গি সন্দেহে বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের আব্দুল আজিজকে আটক করা হয়েছে।