বাহরাইনের প্রধান রাজনৈতিক জোট আল-ওয়েফাকের সমস্ত কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে দেশটির রাজতান্ত্রিক আলে খলিফার সরকার। একইসঙ্গে এ জোটের সমস্ত সম্পদ জব্দেরও নির্দেশ দেয়া হয়েছে।
বাহরাইনের আইন মন্ত্রণালয় এক বিবৃতিতে এ নির্দেশের কথা জানিয়েছে। আগেই বাহরাইন সরকার আল-ওয়েফাকের মহাসচিব শেখ আলী সালমানকে কারারুদ্ধ করেছে। বাহরাইনের রাজতান্ত্রিক সরকার উৎখাতের ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে ২০১৪ সালের ডিসেম্বর মাসে তাকে আটক করা হয়। বিদেশি শক্তির সঙ্গে সহযোগিতা করার অভিযোগ আনা হয়েছে শেখ সালমানের বিরুদ্ধে। তবে তিনি শেখ সালমান বলেছেন, শান্তিপূর্ণভাবে বাহরাইনে রাজনৈতিক সংস্কারের জন্য তিনি চেষ্টা করছেন। কিন্তু বাহরাইনের আদালত তার এ বক্তব্য গ্রহণ করে নি বরং গত বছরের জুন মাসে তাকে চার বছরের কারাদণ্ড দেয়। বাহরাইনের প্রখ্যাত মানবাধিকার নেতা নাবিল রজবকেও দেশটির সরকার আটক করেছে। -পার্সটুডে