ইউক্রেনের তেরনোপিল অঞ্চলে কালিব্র ক্রুজ মিসাইল হামলা চালিয়ে মার্কিন ও ইউরোপীয় অস্ত্র বোঝাই একটি বড় গুদাম ধ্বংসের দাবি করেছে রাশিয়া। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে ইন্টারফ্যাক্স সংবাদ সংস্থা এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরার।

এছাড়া রাশিয়ার সামরিক বাহিনী মিকোলাইভ অঞ্চলে দুটি এমআইজি-২৯ বিমান এবং খারকিভ অঞ্চলে একটি এসইউ-২৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে বলে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে।

তবে ইউক্রেনের পক্ষ থেকে এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এদিকে, রুশ বাহিনীর অবস্থান লক্ষ্য করে দক্ষিণ দিকের অঞ্চল খেরসনে হামলা চালিয়েছে বলে ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে।

রাশিয়া বিশেষ সামরিক অভিযান শুরু করার পরপরই খেরসন দখল করে দেশটির সেনাবাহিনী।

তবে গত কয়েকদিন ধরে খেরসনকে রাশিয়ার হাত থেকে মুক্ত করতে হামলা চালাচ্ছে ইউক্রেনীয় বাহিনী।

রুশ বাহিনীকে লক্ষ্য করে হামলা চালানোর দাবি করে শুক্রবার একটি বিবৃতি দিয়েছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

বিবৃতিতে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, আমাদের বিমান খেরসন অঞ্চলে শত্রুদের পাঁচটি ঘাঁটি, যুদ্ধ সরঞ্জাম এবং সেনা যান রাখার স্থান, এবং ফিল্ড ডিপোতে সিরিজ হামলা চালিয়েছে।

এদিকে খেরসন অঞ্চলটি ক্রিমিয়ার সঙ্গে একদম লাগোয়া একটি অঞ্চল।

রুশ সেনারা ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে ঢুকে পড়ার পর কোনো প্রকার রক্ষপাত ছাড়া মাত্র দুই দিনের মাথায় খেরসন দখল করে নেয়।

এরপর সেখানে নিজেদের শক্ত ঘাঁটি স্থাপন করে তারা।