সাহায্যের হাত বাড়ালেন জনপ্রিয় সংগীত পরিচালক সেলিম আশরাফের স্ত্রী গুণী সংগীতশিল্পী আলম আরা মিনু।
সংগীত পরিচালক সেলিম আশরাফ এখন রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার চিকিৎসা ব্যয়বহুল হওয়ায় শিল্পীদের প্রতি এই আহ্বান জানিয়েছেন মিনু।
আজ বুধবার সংগীতশিল্পী মিনু বলেন, ‘আমার স্বামী সংগীত পরিচালক সেলিম আশরাফ এখন ইউনাইটেড হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি। তার চিকিৎসা অনেক ব্যয়বহুল আর সময় সাপেক্ষ ব্যাপার। তাই শিল্পীরা সবাই এগিয়ে আসুন।’
মিনু আরও জানান, সেলিম আশরাফ গত কয়েক বছর ধরে হৃদরোগসহ বিভিন্ন রোগে ভুগছেন । গত ২৩ জানুয়ারি, দুপুরে সেলিমের হার্ট অ্যাটাক হলে রাজধানীর বনশ্রীর ফরায়জী হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে হস্তান্তর করা হয়। এখানে তিনি ডা. মুমিনুজ্জামানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।
‘যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তিসেনা’সহ জনপ্রিয় গানের সুরকার সেলিম আশরাফ।