রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে ডাকাতির প্রস্তুতির সময় আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে আটক করেছে র্যাব। মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে লালমাটিয়ার একটি বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করে র্যাব-২।
আটককৃতরা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য এবং দীর্ঘদিন যাবত রাজধানী ও আশেপাশের এলাকায় ডাকাতি করছিল বলে জানায় র্যাব।
সে সময় তাদের কাছ থেকে একটি অত্যাধুনিক বিদেশি পিস্তল, ম্যাগজিন, ছয় রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র, মোবাইল ফোন ও তিন হাজারের বেশি টাকা উদ্ধার করা হয়।