ইরাকের গোলযোগপূর্ণ উত্তরাঞ্চলীয় নিনেভাহ প্রদেশে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ ৮০ ব্যক্তিকে হত্যা করেছে বলে খবর পাওয়া গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একটি স্থানীয় সূত্র জানিয়েছে, তাকফিরি দায়েশ গতকাল (শনিবার) বিকালে মসুল শহরের কাছে গাজলানি সামরিক ঘাঁটিতে ফায়ারিং স্কোয়াডে নিয়ে এসব ব্যক্তিকে হত্যা করেছে। সুমারিয়া টেলিভিশন চ্যানেল এ খবর দিয়েছে।
পুলিশ এবং সেনাবাহিনীর মাধ্যমে বাগদাদের কেন্দ্রিয় সরকারের সঙ্গে সহযোগিতা এবং গুপ্তচরবৃত্তির কথিত অভিযোগে এসব ব্যক্তিকে হত্যা করা হয়েছে বলে তাকফিরি দায়েশ দায়ি করেছে। এছাড়া এদের মধ্যে কেউ কেউ তাকফিরি দায়েশের উগ্র মতবাদের বিরোধীতা করায় তাদেরকে হত্যা করা হয়েছে মনে করা হচ্ছে।
তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ ২০১৪ সাল থেকে ইরাকে বিভিন্ন পাশবিক হত্যাযজ্ঞ চালিয়ে আসছে। তবে সম্প্রতি ইরাকি সেনাবাহিনীর হাতে তাকফিরি দায়েশের বহু এলাকার পতন হয়েছে।