স্বপ্নের মত একটা মৌসুম কাটালেন রিয়াল মাদ্রিদ তারকা করিম বেনজিমা। এই ফরাসি তারকা যা-ই স্পর্শ করছিলেন তা-ই যেন সোনা হয়ে যাচ্ছিল। ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে নান্দনিক জুটি করে রিয়ালকে জেতালেন চ্যাম্পিয়নস লিগের শিরোপা। এবার ইউরোপসেরার এই আসরে বেনজিমার সেরা হওয়াটা অনুমেয়ই ছিল।

অবশেষে আসল ঘোষণাও।
উয়েফার টেকনিক্যাল অবজার্বার প্যানেল ২০২১/২০২২ মৌসুমে চ্যাম্পিয়নস লিগের সেরা ফুটবলার হিসেবে বেনজিমার নাম ঘোষণা করেছে। এবারের আসরে ১৫ গোল করে সর্বোচ্চ গোলদাতা বেনজিমা। পিএসজি, চেলসি ও ম্যানচেস্টার সিটির বিপক্ষে গুরুত্বপূর্ণ সময়ে জ্বলে উঠে রিয়ালকে রক্ষা করেছেন তিনি।

চ্যাম্পিয়নস লিগের পাশাপাশি লিগেও দুর্দান্ত ছন্দে ছিলেন বেনজিমা। ৩২ ম্যাচে ২৭ গোল করে তিনি জিতেছেন ‘পিচিচি’ ট্রফি। মাঠে তাঁর পারফরমেন্স এতটাই জোড়ালো ছিল যে, তাঁকে এখনই ব্যালন ডি’অর দিয়ে দেওয়ার পক্ষে অনেক কিংবদন্তি। সাবেক ফরাসি ফরোয়ার্ড থিয়েরি অঁরি তো বলেই দিয়েছেন, ‘ভোটাভুটি বন্ধ করুন, এবার বেনজিমাই জিতবে ব্যালন ডি’অর। ’