যুক্তরাজ্যের প্রধান শহীদ মিনার আলতাব আলী পার্কে স্থাপিত কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ও হাতাহাতি।
মঙ্গলবার লন্ডনে কেন্দ্রীয় শহীদ মিনারে বিজয়ের প্রথম প্রহরে ফুল দিতে গিয়ে শহীদ মিনারের মূলবেদী দখলকে কেন্দ্র করে যুক্তরাজ্য আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের তুমুল উত্তেজনা ও দস্তাদস্তি হয় ।
পরস্পর বিরোধী উত্তেজনাকর শ্লোগান দিতে দেখা যায়। নেতাকর্মীদের উশৃঙ্খল আচরনের কারণে ফুল দিতে আসা সাধারণ প্রবাসীদের নিরাশ হয়ে ফিরে যেতে হয়। শেষ পর্যন্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং জোর করে উভয় পক্ষের নেতাকর্মীদের শহীদ মিনার থেকে বের করে দিতে বাধ্য করে। এসময় যুক্তরাজ্য আওয়ামী লীগ ও বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।