ইউক্রেনে হামলা শুরুর আগে দনবাস অঞ্চলের স্বঘোষিত দুই প্রজাতন্ত্র লুহানস্ক ও দোনেৎস্ককে স্বাধীন হিসেবে ঘোষণা দেয় রাশিয়া। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, দনবাসের ‘স্বাধীনতাই’ এখন তাদের ‘শর্তহীন অগ্রাধিকার’।

লাভরভ দাবি করেছেন, প্রতিবেশী ইউক্রেনকে নিরস্ত্র করার লক্ষ্য নিয়েই অভিযান শুরু করেছে রাশিয়া। নব্য নাৎসি একটি রাষ্ট্রের বিরুদ্ধে এ লড়াই করা হচ্ছে বলেও দাবি করেছেন তিনি।

পুতিনের অসুস্থতার ব্যাপারে এক প্রশ্নের জবাবে লাভরভ বলেন, আমি মনে করি না যে বিবেকবান মানুষরা এই ব্যক্তির ( ভ্লাদিমির পুতিন) মধ্যে কোনো ধরনের অসুস্থতা বা অসুস্থতার লক্ষণ দেখতে পাবেন।

লাভরভ দাবি করেছেন, ইউক্রেনে বেসামরিক অবকাঠামোতে সব ধরনের হামলা এড়াতে আমাদের সেনাদের কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।
সূত্র: বিবিসি।