মাদক মামলায় গাজীপুরে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
রোববার গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ নং আদালতের বিচারক আসামিকে ওই দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মো. ইসমাইল হোসেন (৫০)। তিনি গাজীপুর সিটি করপোরেশনের উত্তর খাইলকুর এলাকার আব্দুল রহম আলীর ছেলে।
গাজীপুর জজকোর্টের অতিরিক্ত পিপি মো. মকবুল হোসেন কাজল জানান, ২০১১ সালের ২৯ জুন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর এ কে এম কামরুল ইসলাম খাইলকুর এলাকায় অভিযান চালিয়ে ৫০ বোতল ফেনসিডিলসহ ইসমাইল হোসেনকে তার নিজ বাড়ি থেকে আটক করেন । পরে এ ব্যাপারে জয়দেবপুর থানায় মামলা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তবের এসআই শহীদুল ইসলাম তদন্ত শেষে ওই বছরের ৪ মার্চ আদালতে চার্জশিট দাখিল করেন।
শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১নং আদালতের বিচারক মো. ফজলে এলাহী ভূঁইয়া আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের কারাদণ্ড দেন।