ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবিমানগুলো আজ (সোমবার) গাজা উপদ্বীপে হামলা করেছে। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের স্থাপনার বিরুদ্ধে এ হামলা চালানোর দাবি করা হয়।
আজ খুব ভোরে খান ইউনুস শহরের ওপর এ হামলা চালানো হয়। তবে এ পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায় নি। এদিকে, ইহুদিবাদী ইসরাইলের এক মুখপাত্র স্থানীয় সংবাদ মাধ্যমের কাছে দাবি করেছেন, দক্ষিণাঞ্চলীয় ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলার জবাবে আজকের বিমান হামলা চালানো হয়।
ক্ষেপণাস্ত্র হামলার জন্য হামাসকে দায়ী করা হয়েছে। গতকাল শেষ বেলায় এ ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। ক্ষেপণাস্ত্র হামলার সময় ইসরাইলে সাইরেন বাজানো হয়েছে। অবশ্য হামলায় হতাহত হয় নি বলে দাবি করেছে ইসরাইলি সংবাদ মাধ্যম।