ইংলিশ প্রিমিয়ার লিগের ২০২১-২২ মৌসুমের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার ‘সোনার জুতা’ জেতার লড়াইয়ে ছিলেন লিভারপুলের মিশরীয় ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ ও টটেনহামের ফরোয়ার্ড সন হিউং মিন। কিন্তু প্রিমিয়ার লিগের শেষ দিনের নাটকীয়তায় সমান ২৩ গোল করে নিয়ে এই পুরস্কার ভাগাভাগি করে নিয়েছে তাঁরা।

লিগের শেষ রাউন্ডে সালাহ ২২ এবং সন ২১ গোল নিয়ে মাঠে নামেন। নরউইচ সিটিকে ৫-০ ব্যবধানে হারানোর ম্যাচে জোড়া গোল করেন সন।

আর উলভারহাম্পটনকে ৩-১ গোলে হারানোর ম্যাচে একটি গোল করেছে মোহাম্মদ সালাহ। দুইজনের গোল সমান হওয়ায় সোনার জুতা ভাগাভাগি করে নেন তাঁরা।
এর আগে একবারই ‘সোনার জুতা’ জিতেছিলেন মোহাম্মদ সালাহ। ২০১৭-১৮ মৌসুমে লিভারপুলের হয়ে রেকর্ড ৩২ গোল করেন মিশরীয় এই ফরোয়ার্ড। আর প্রথমবারের মত জিতলেন সন, যদিও যৌথভাবে।

১৮ গোল নিয়ে তৃতীয় অবস্থানে ম্যানচেস্টার ইউনাইটেডের ক্রিস্তিয়ানো রোনালদো। গত মৌসুমে এই পুরস্কার জেতা টটেনহাম তারকা হ্যারি কেন এবার ১৭ গোল নিয়ে আছেন চতুর্থ স্থানে। ১৬ গোল নিয়ে পাঁচে লিভারপুলের সাদিও মানে।