কে আমি, কেন এলাম, কোথায় যাবো চলে?
হঠাৎ আধ্যাত্মিক ভাবনা এলো মনে।
বিবেক আমাকে ফেলেছে বড় বিপাকে।
শিশুর তাড়া বড় হতে,
আমি চাই শিশু হতে।

স্বকার ব্যস্ত কাজের চাপে,
বেকার ঘোরে কর্মের খোজে।
বিবাহিতরা বিচ্ছেদের চিন্তায় মগ্ন,
অবিবাহিতরা বিয়ের চিন্তায় হণ্য!
গরিবের চিন্তা বড়লোক হবার,
ধনীর ধান্দা টাক্স না দেবার।

জনপ্রিয়রা লোকালয় থেকে দূরে থাকতে হয়রান,
সাধারণ জনগণের চেষ্টা কীভাবে হতে হবে ভাইরাল!
সবাই যখন শান্তির খোঁজে,
শান্তি তখন চিন্তার মাঝে!
অনিচ্ছাকে নিয়ন্ত্রণ করতে ইচ্ছা যখন ব্যস্ত,
ইচ্ছাকে অনিচ্ছার কাছে করেছি আমি ন্যস্ত।

জীবনটা যখন ইচ্ছা এবং অনিচ্ছার সাথে পাঞ্জা লড়ছে ঠিক তেমন একটি সময়;
সবুজের সাথে মিতালী করিতে এসেছি মাটির কাছে,
ধরেছি ঝুড়ি কোদাল হাতে রয়েছে বিবেক সাথে।
খুঁড়িব মাটি কোদাল দিয়ে,
ব্যথা পাবে না তো সে বুকে?
সবুজেরও যে আশা ছিল মনে থাকিতে মাটির সনে!

তুলেছি তাকে যখন তখন পেটের দোহাই দিয়ে,
করেছি ছিনতাই ভাবিনি কখনও সবুজের জীবন নিয়ে!
ভেবেছি শুধু ওর কাজ হবে,
আমার পেটের অন্ন জোগাতে।

মাটির বুকে আঘাত করিয়া,
তুলেছি ফসল সকলি ভুলিয়া।
তবু কখনও বলেনি মাটি,
কাড়িয়া নিও না মোর বুক ফাটি।

নিজের কথা চিন্তা করিয়া,
চলছি সারা জীবন ভরিয়া।
কী হবে যারা কিছু পেল না ভাবিনি কখনও আগে,
হৃদয় বড় পাষণ্ড মোর ভাবতেও ঘৃণা লাগে।