ভিসা জালিয়াতি ও পাসপোর্ট ছিনতাই চক্রের ৩ সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)। বৃহস্পতিবার সকালে রাজধানীর মতিঝিল ও পল্টন এলাকায় র্যাব অভিযান চালিয়ে পাসপোর্ট, জাল ভিসা ও ভিসা তৈরির সরঞ্জামসহ এদেরকে আটক করে।
র্যাবের মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারি পরিচালক মাকসুদুল আলম এক বার্তায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৩ এর একটি দল মতিঝিল ও পল্টন এলাকায় অভিযান চালিয়ে তাদের তিনজনকে আটক করে। আটকের সময় তাদের হেফাজত থেকে বিপুল পরিমান জাল ভিসা, ভিসা তৈরির সরঞ্জামা, ছিনতাইকৃত পাসপোর্ট এবং ২লাখ ৩৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
আটককৃতরা সাধারণ মানুষের কাছ থেকে পাসপোর্ট ছিনতাই করে নিয়ে ব্ল্যাকমেইল করতো বলে অভিযোগ রয়েছে। এছাড়াও তারা জাল ভিসা তৈরির সঙ্গে জড়িত রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।