চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ট্রেনে কাটা পড়ে চিত্ত কোলা (৩৩) নামে ক্ষুদ্র নৃগোষ্ঠীর এক যুবক নিহত হয়েছেন। সোমবার ভোর সোয়া ৬টার দিকে ঝিলিম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সোনাতলা নামক স্থানে ঢাকাগামী আন্ত:নগর বনলতা ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। চিত্ত কোলা ওই ওয়ার্ডের বিল বৈলঠা গ্রামের মহাদেব কোলার ছেলে।

চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে শহিদুল আলম ও চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে পুলিশ (জিআরপি) ফাঁড়ি ইনচার্জ উপপরিদর্শক (এসআই) ফারুক আহমেদ ঘটনাটি নিশ্চিত করেছেন।

স্টেশন মাস্টার বলেন, বাড়ির প্রায় এক কিলোমিটার দূরে বরেন্দ্র এলাকার হোসেনডাঙ্গা ও বড়পুকুরিয়া এলাকার মাঝে সোনাতলা নামক স্থানে বনলতা ট্রেনে কাটা পড়েন চিত্ত।
উপপরিদর্শক বলেন, চিত্ত দুই মাস পূর্বেও একবার ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে আহত হন। তিনি মাঝে মাঝে কাজকর্ম করলেও কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন বলেও জানা গেছে। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। স্ত্রী গর্ভবতী। এ ঘটনায় রাজশাহী জিআরপি থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধারের পর স্থানীয় জনপ্রতিনিধি ও পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের নিকট হস্তান্তর করেছে।