চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট নতুন ব্রিজ এলাকায় অজ্ঞাতনামা এক যুবকের গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয়দের খবরের ভিত্তিতে ফটিকছড়ি থানা পুলিশ লাশটি উদ্ধার করে।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন রাইজিংবিডিকে জানান, এক যুবকের গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে। একই সময় ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা ছুরিও উদ্ধার করা হয়। কেউ তাকে হত্যা করে লাশ ওইখানে ফেলে গেছে বলে পুলিশ ধারণা করছে। লাশের পরিচয় এবং হত্যাকারীদের সনাক্ত করতে পুলিশ অনুসন্ধান শুরু করেছে।