কুমিল্লায় মালবাহী একটি কন্টেইনার ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা, চট্টগ্রাম ও নোয়াখালী রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

সোমবার ভোর ৪টায় জেলা রাজাপুর রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে রেলওয়ে কর্তৃপক্ষ দুর্ঘটনাকবলিত ট্রেনটিকে উদ্ধারে তৎপরতা চালাচ্ছে।

স্থানীয় রেল সূত্র জানায়, চট্টগ্রাম থেকে ঢাকাগামী ৬০৪নং মালবাহী কন্টেইনার ট্রেনটি কুমিল্লা রাজাপুর রেলস্টেশনে প্রবেশের সময় হঠাৎ এর তিনটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। এ ঘটনায় ঢাকা-চট্টগ্রাম রেললাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

কুমিল্লার রেলওয়ে স্টেশন মাস্টার সফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কুমিল্লাস্থ রেলওয়ে কর্মকর্তা মো. লিয়াকত আলী জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা মালবাহী একটি ট্রেন ভোর ১টার দিকে রাজাপুর রেলস্টেশন এলাকায় পৌঁছলে যান্ত্রিক ত্রুটির কারণে তিনটি বগি লাইনচ্যুত হয়। খবর পেয়ে লাকসাম আখাউড়া রেলওয়ে জংশন থেকে একাধিক উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ইতিমধ্যে একটি ট্রেন উদ্ধারকাজ শুরু করেছে। শিগগিরই এই উদ্ধার তৎপরতা শেষ করে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।