কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার তারাইশ গ্রামে মাত্র দুই শতাংশ জমির জন্য ইস্রাফিল হোসেন (২৮) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মুক্তল হোসেনসহ তার স্ত্রী ও তিন মেয়েকে আটক করেছে পুলিশ। তবে প্রধান অভিযুক্ত সজিব এখনো পালাতক।

রোববার (৮ মে) দুপুর ২টার দিকে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দুই শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল ইস্রাফিল ও মুক্তল হোসেনের পরিবারের মধ্যে। রোববার দুপুরে ওই জমিতে ধানের খড় রাখতে যান মুক্তল হোসেন। এতে ইস্রাফিল বাঁধা দিলে মুক্তল ও তার ছেলে সজিবসহ পরিবারের সদস্যরা ধারালো অস্ত্র নিয়ে ইস্রাফিলকে কোপাতে শুরু করে। এতে ঘটনাস্থলে মারা যান ইস্রাফিল। এ ঘটনায় ইস্রাফিলের পরিবারের আরো চার সদস্য আহত হয়েছেন।

স্থানীয় কনকাপৈত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাফর ইকবাল বলেন, ‘জমিটা নিয়ে আগে মিটিং হয়েছে। মিটিংয়ে সিদ্ধান্ত অনুযায়ী জমির মালিক হয়েছিলেন ইস্রাফিলের পরিবার।’

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, ‘মুক্তল হোসেন তার স্ত্রী ও কন্যাদের আটক করা হয়েছে। মুক্তলের ছেলে সজিবকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। ইস্রাফিলের লাশ চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।’