ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’এর তৎপরতা খতিয়ে দেখার জন্য আগামী সপ্তাহে পাকিস্তানে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ এ বৈঠকে সভাপতিত্ব করবেন এবং এতে ভারতীয় গোয়েন্দা সংস্থাটির তৎপরতাও ওপর ‘নজরদারি’ বাড়ানো এবং এ জাতীয় তৎপরতা ‘সামাল’ দেয়ার পদ্ধতি নিয়ে আলোচনা হবে।
বন্দর নগরী করাচি, বেলুচিস্তানসহ পাকিস্তানের অন্যান্য অংশে চলমান সন্ত্রাসী তৎপরতায় ‘র’এর জড়িত থাকার বিষয়টি বৈঠকে পর্যালোচনা করা হবে। পাক কর্মকর্তারা জানিয়েছেন, সামরিক-বেসামরিক গোয়েন্দা সংস্থাগুলোর প্রধানসহ শীর্ষ স্থানীয় কর্মকর্তারা বৈঠকে যোগ দিবেন।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী পাকিস্তানে ‘র’কে কার্যকর ভাবে মোকাবেলার পদক্ষেপ নেয়া হবে এবং বিষয়টি আন্তর্জাতিক ক্ষেত্রে তোলা হবে বলে জানিয়েছে পাক সংবাদ মাধ্যম।