মোহম্মদপুরের আদাবর থানাধীন মনছুরাবাদ এলাকায় শহীদ (২৫) ও সাইমন (২৫) নামে দুই ব্যক্তিকে এলোপাথাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা। তাদের মধ্যে শহীদ রিকশা চালক বলে জানা গেছে। সাইমনের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
মঙ্গলবার বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সাইফুল ও শাহিনুর জানায়, বেলা আড়াইটার দিকে কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেল নিয়ে এসে শহীদ ও সাইমনকে বাসা থেকে ডেকে নিয়ে এলোপাথাড়ি কুপিয়ে আহত করে। পরে তাদের উদ্ধার করে প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।