রাশিয়ার উপ প্রতিরক্ষামন্ত্রী আনাতোলি অ্যান্তোনভ বলেছেন, নতুন হুমকি ও চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্যই চীন এবং রাশিয়ার মধ্যে সহযোগিতার সম্পর্ক গড়ে উঠছে। তিনি জোর দিয়ে বলেন, মস্কো ও বেইজিং নতুন বিশ্বব্যবস্থা গড়ে তোলারও চেষ্টা করবে।
রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু এবং চীনের কেন্দ্রীয় সামরিক কমিশনের ভাইস চেয়ারম্যান ফ্যান চ্যাংলংয়ের মধ্যে বৈঠকের পর অ্যান্তোনভ এসব কথা বললেন। তিনি জানান, হুমকি মোকাবেলায় চীনা কর্মকর্তা অভিন্ন অবস্থান গড়ে তোলার ওপর জোর দিয়েছেন এবং দ্বৈত অবস্থানের বিপরীতে বেইজিং বর্তমান বিশ্বব্যবস্থাকে ঢেলে সাজাতে চায়। এছাড়া, চীনা কর্মকর্তা বিশ্বে সমতা ও পারস্পরিক লাভজনক সম্পর্ক প্রতিষ্ঠার ওপর জোর দিয়েছেন।
রুশ উপ প্রতিরক্ষামন্ত্রী জানান, চলতি ২০১৫ সালের মধ্যে রাশিয়া ও চীন ভূমধ্যসাগর এবং জাপান সাগরে দুটি যৌথ নৌমহড়া চালাবে।