নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমানের স্ত্রী সালমা ওসমান লিপি গান গেয়ে মঞ্চ মাতালেন। আজ শনিবার নারায়ণগঞ্জ বার একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শিক্ষার্থীদের অনুরোধে গান পরিবেশন করেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিপি।
অনুষ্ঠানে পুরস্কার বিতরণ শেষে সালমা ওসমান যখন মঞ্চ থেকে নামতে যাচ্ছিলেন তখন শিক্ষার্থীরা তাকে গান গাইতে অনুরোধ করেন। শিক্ষার্থীদের অনুরোধ ফেলতে পারেননি তিনি। হাতে তুলে নেন মাইক্রোফোন। গাইতে শুরু করেন- ‘জন্ম আমার ধন্য হলো মাগো, কেমন করে আকুল হয়ে….’। এসময় সালমা ওসমানের সুরে সুর মেলান স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরাও।