ভারতের মহারাষ্ট্রের সাংলি নামক এলাকা থেকে এটিএম চুরি হয়ে গেছে। গত রবিবার রাতে এই চুরির ঘটনাটি ঘটেছে। পুরো ঘটনাটি ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে। ভিডিওটি ইন্টারনেটে ভাইরাল হতেই তদন্তে নামে পুলিশ।

ভারতীয় গণমাধ্যম বলছে, পুরনো কৌশলে নয়। একেবারে ছক ভেঙে, কৌশল বদলে এটিএম চুরি করে নিয়ে গেছে চোরের দল। ছেনি, হাতুড়ি বা গ্যাসকাটার ব্যবহার করে নয়, জেসিবি মেশিন এনে এটিএমের কিয়স্ক ভেঙে আস্ত এটিএম মেশিন তুলে নিয়ে গেছে তারা।

স্থানীয় পুলিশের বরাতে আনন্দবাজার বলছে, এটিএম থেকে ২৭ লাখ রুপি চুরি হয়ে গেছে। চোরদের খোঁজে জোর তল্লাশি চালাচ্ছে পুলিশ। চুরির এই নয়া কৌশল নিয়ে ইন্টারনেটে বেশ আলোচনা হচ্ছে। কেউ কেউ এই ঘটনাকে ‘মানি হেইস্ট’র সঙ্গে তুলনা করেছেন। তারা বলেছেন, ‘এটা ২০২৩-এর মানি হেইস্ট। ’ কেউ আবার বলেছেন, ‘এ সবই বেকারত্ব এবং কর্মহীনতার ছবি। যত বেকারত্ব বাড়বে, ততই এই ধরনের কাজ বাড়বে। ’

সূত্র: আনন্দবাজার।