তিন দিনের সফরে ঢাকায় এসেছেন ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন। সোমবার (২৫ এপ্রিল) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল।

রাজকুমারী ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করবেন।

এরপর আজ বিকেলে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের পরিস্থিতি দেখতে ডেনমার্কের রাজকুমারী কক্সবাজার যাবেন।

সেখানে সকালে ডেনিশ রিফিউজি কাউন্সিল তাঁকে রোহিঙ্গা পরিস্থিতি অবহিত করবে।
এছাড়া সাতক্ষীরাও যাবেন তিনি। সেখানে জলবায়ু ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন। সুন্দরবন ভ্রমণেও যাবেন। রাজকুমারীর আগমনকে ঘিরে সাতক্ষীরার শ্যামনগরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।