রাজধানীর মোহাম্মদপুর থানাধীন তিনরাস্তা মোড়ের বেড়িবাঁধ এলাকার একটি বাড়িতে ৯ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে নুরুল ইসলাম (৬৫) নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকেলের দিকে ওই শিশুটিকে টাকার প্রলোভন দেখিয়ে নুরুল ইসলাম ধর্ষণ করে। মোহাম্মদপুর থানার ডিউটি অফিসার এসআই কামরুজ্জামান তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার বিকেলে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে তার মা উদ্ধার করে। এরপর পুলিশ নুরুল ইসলামকে আটক করে। শিশুটিকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এসআই আরো জানান, নির্যাতনের শিকার শিশুটি মোহাম্মদপুরের বাঁশবাড়ি এলাকার একটি স্কুলের দ্বিতীয় শ্রেণিতে পড়ে।