অনলাইনভিত্তিক কেনাকাটা প্রতিষ্ঠান ই-বের শীর্ষ ফ্যাশন আইকন নির্বাচিত হয়েছে ব্রিটেনের ডিউক ও ডাচেস অব ক্যামব্রিজের এক বছরের ছেলে প্রিন্স জর্জ। কিম কার্দাশিয়ানসহ নামকরা তারকাদের হটিয়ে শীর্ষ পদটি দখল করে জর্জ।
ক্রিসমাস পোশাকে ব্রিটেনের ভবিষ্যতের রাজা জর্জের একটি ছবি সরকারিভাবে প্রকাশ করা হয় গত সেপ্টেম্বরে। জর্জের ওই পোশাক ডিজাইন করে ব্রিটেনের প্রতিষ্ঠান ক্যাথ কিডস্টোন। এরপর যুক্তরাজ্যভিত্তিক ওই প্রতিষ্ঠানে বিনিয়োগ করতে হুমড়ি খেয়ে পড়েছে বিভিন্ন প্রতিষ্ঠান।
ই-বে কর্তৃক প্রকাশিত তথ্যে দেখা গেছে, গত এক বছরে ১ লাখ ৭০ হাজার ক্যাথ কিডস্টোনের ওই পোশাক বিশ্বে বিক্রি হয়েছে। প্রিন্স জর্জের কারণে কিডস্টোনের ওই পোশাক তুমুল জনপ্রিয়তা পায়।
ই-বের সাইটে ফ্যাশনে সবচেয়ে বড় আইকন জর্জ। এরপর কিম কার্দাশিয়ান ও জর্জ ক্লুনি।