গ্রিসের একটি যাত্রবাহী ফেরিতে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে ৪৭৮ আরোহী ছিল। দেশটির কর্ফু দ্বীপের ৪০ নটিক্যাল মাইল দূরে ফেরিটিতে আগুন লাগে। উদ্ধারকারী জাহাজ ও হেলিকপ্টার কয়েক ঘণ্টা অভিযান চালিয়ে ১১১ জনকে উদ্ধার করছে। উদ্ধার অভিযান পুরোদমে চলছে।
বিবিসি অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
নরম্যান আটলান্টিক নামের ফেরিটি গ্রিসের প্যাট্রাস থেকে ইতালির অ্যানকোনার উদ্দেশে যাচ্ছিল।
সাগর উত্তাল থাকায় এবং ঝড়ো বাতাসের কারণে উদ্ধার অভিযান ব্যহত হচ্ছে বলে বিবিসির খবরে বলা হয়েছে। তবে আহত বা নিহতের কোনো খবর এখনো জানা যায়নি। ইতালির নৌবাহিনী ১১১ জনকে উদ্ধারের কথা জানিয়েছে মাত্র।
ইতালির স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, রোববার সকালে ফেরিটির গাড়ি রাখার ডেকে আগুন লাগে। আগুন লাগার পরই ৩৫ জন যাত্রীকে লাইফবোটের সাহায্যে পাশ দিয়ে যাওয়া আর একটি ফেরিতে স্থানান্তর করা হয়।
ইতালির সমুদ্রবিষয়ক মন্ত্রী জানিয়েছেন, এটি খুবই জটিল উদ্ধার অভিযান। সাগরে ভালোভাবে কিছু দেখা যাচ্ছে না এবং আবহাওয়াও প্রতিকূলে। তবে উদ্ধার অভিযান নিয়ে আমরা আত্মবিশ্বাসী, কারণ আগুন লাগা ফেরির আশপাশে বেশ কয়েকটি জাহাজ রয়েছে।
ইতালি ও আলবেনিয়ার উদ্ধারকর্মীরা উদ্ধার অভিযানে অংশ নিয়েছে।