ইনিংসের দ্বিতীয় ওভারে তাসকিন ফেরান পাথুম নিসাঙ্কাকে। চতুর্থ ওভারে আবার বোলিংয়ে এসে বাজিমাত করেন এই ডানহাতি পেসার। আরেক ওপেনার আভিস্কা ফার্নান্দোকে ফেরান মাত্র ৪ রানে। চতুর্থ বলে এক্সট্রা কাভারের দারুণ চারের পর খোঁচা দিয়ে বসেন আভিস্কা। সহজেই সেটি তালুবন্দি করেন মুশফিক। ৪ ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ২ উইকেটে ১৫ রান।

দ্বিতীয় ওভারেই তাসকিনের আঘাত:

ইনিংসের দ্বিতীয় ওভারে উইকেট এনে দিয়েছেন তাসকিন আহমেদ। ফিরিয়েছেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান পাথুম নিসাঙ্কাকে। বল ডিফেন্ড করতে গিয়ে পায়ে লাগিয়ে বসেন নিসাঙ্কা, জোরালো আবেদনে সাড়া দেন আম্পায়ার। রিভিউ নিতে যেয়েও নেননি শেষ পর্যন্ত। ১ রানে ফেরেন নিসাঙ্কা, শুরুতেই উইকেট পায় বাংলাদেশ। ৩ ওভার শেষে শ্রীলঙ্কার রান ১ উইকেট ১১।

‘অলিখিত’ ফাইনালে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পরিবর্তন:

সিরিজে ১-১ সমতা হওয়ায় বাংলাদেশ-শ্রীলঙ্কা শেষ ম্যাচটি রূপ নিয়েছে অলিখিত ফাইনালে। আজ সোমবার সকালে চট্টগ্রামে টস হেরে ফিল্ডিং করবে স্বাগতিক শিবির। আগের দুটি ম্যাচ দিবারাত্রির হলেও এটি হচ্ছে সকাল ১০টা থেকে।

একাদশে তিন পরিবর্তন:
বাংলাদেশ নেমেছে একাদশে তিন পরিবর্তন এনে। অফ ফর্মের কারণে বাদ পড়া লিটনের জায়গায় একাদশে এসেছেন এনামুল হক বিজয়। ইনজুরিতে ছিটকে যাওয়া তানজীম হাসান সাকিবের জায়গায় মোস্তাফিজুর রহমান আর তাইজুল ইসলামের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন রিশাদ হোসেন।

বাংলাদেশ একাদশ:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কার একাদশে এক পরিবর্তন:
শ্রীলঙ্কা নেমেছে এক পরিবর্তন নিয়ে। ইনজুরিতে বাদ পড়েছেন দিলশান মদুশঙ্ক, তার পরিবর্তে একাদশে এসেছেন মহেশ থিকশানা।

একদশে যারা— পথুম নিসাঙ্কা, আভিস্কা ফার্নান্দো, কুসল মেন্ডিস (অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালঙ্কা, জানিথ লিয়ানাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ বেলালাগে, মহেশ থিকশানা, প্রমোদ মদুশান, ও লাহিরু কুমারা।

সিরিজ জয়ে শতভাগ আশাবাদী বাংলাদেশ:
টি-টোয়েন্টি সিরিজে শেষ ম্যাচে হেরে সিরিজ খুইয়েছে বাংলাদেশ। এবার ওয়ানডেতেও একই সমীকরণ। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের প্রতিনিধি মেহেদি হাসান মিরাজ জানিয়েছেন, সিরিজ জয়ে শতভাগ আশাবাদী তারা, ‘আমরা তো অবশ্যই শতভাগ আশাবাদী। ইনশাল্লাহর কৃপায় আমরা ম্যাচটা জিতব এবং আমরা সিরিজটা জিতব।’

সমান সুবিধা দেখছেন নাভিদ নেওয়াজ:
প্রথম দুই ম্যাচ দিবারাত্রির হওয়াতে টস ভাগ্য ব্যবধান গড়েছে জয়-পরাজয়ে। রাতে শিশিরের সুবিধা কাজে লাগিয়ে পরে ব্যাটিং করা দল ছিল স্বস্তিতে। তৃতীয় ওয়ানডে দিনের আলোতে হওয়ায় সমান সুবিধা দেখছেন শ্রীলঙ্কার সহকারী কোচ নাভিদ নেওয়াজ, ‘একটা ব্যাপার আমি নিশ্চিত, শিশিরের ব্যাপারটি আর থাকবে না। ফলে দুই দলের জন্য একই কন্ডিশন থাকবে।’