পদ্মায় যাত্রী ও যানবাহন নিয়ে ডুবে যাওয়া ইউটিলিটি ফেরি রজনীগন্ধার সহকারী মাস্টার হুমায়ুন কবীরের মরদেহটি উদ্ধার করা হয়েছে।

সোমবার (২২ জানুয়ারি) বিকেল সোয়া ৪টার দিকে হরিরামপুর উপজেলার বাহাদুরপুর ঘাট সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর মজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত হুমায়ুন কবীর পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া হাড়িভাঙ্গা এলাকার আব্দুল লতিফের ছেলে।

ওয়্যার হাউস ইন্সপেক্টর মজিবুর রহমান বলেন, হরিরামপুর উপজেলার পদ্মা নদীর বাহাদুরপুর ঘাট সংলগ্ন এলাকা থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়। পরে ডুবে যাওয়া রজনীগন্ধার সহকারী মাস্টার হুমায়ুন কবীরের ছোট ভাই রফিকুল ইসলাম তার ভাইয়ের মরদেহটি শনাক্ত করেছেন।

এখন মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জে পাঠানোর প্রস্তুতি চলমান আছে।
এর আগে, ১৭ জানুয়ারি সকাল সোয়া ৮টায় কাভার্ডভ্যান, ট্রাকসহ ৯টি গাড়ি নিয়ে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের কাছে পদ্মা নদীতে ডুবে যায় ফেরি রজনীগন্ধা।