সিরিয়ার সরকারের বিরুদ্ধে লড়াইয়ে জড়িত একটি সন্ত্রাসী গোষ্ঠী বলেছে, তুরস্কের সীমান্তের কাছে মার্কিন নেতৃত্বাধীন বিমান হামলায় শিশুসহ অনেক বেসামরিক নিরীহ মানুষ নিহত হয়েছে।
বুধবার দিবাগত রাতের এ হামলায় সীমান্তের কাছে অবস্থিত আহরার আশ-শাম নামের এ গোষ্ঠীর একটি ঘাটিও ধ্বংস হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে গোষ্ঠটি।
বিমান হামলার জন্য সেপ্টেম্বর মাসে মার্কিন নেতৃত্বাধীন জোট গঠন করা হয়। এরপর মাত্র দু’দফা আল-কায়েদার সঙ্গে সম্পর্কিত আন নুসরা ফ্রন্টের ওপর মার্কিন নেতৃত্বাধীন বিমান হামলা হয়েছে। সিরিয়ার ইদলিব এবং আলেপ্পো প্রদেশে চালানো এ হামলায় অনেক সন্ত্রাসী নিহত হয়েছে।
অবশ্য সিরিয়ার অবকাঠামো ধ্বংসের জন্যেই আমেরিকা বিমান হামলা করছে বলে অনেক বিশ্লেষক ধারণা করছেন।