ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত গাজার সবচেয়ে বড় হাসপাতাল আল-শিফায় চলতি মাসে বড় ধরনের অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। চতুর্দিক থেকে ঘেরাও করার পর হাসপাতালটিতে বেশ কয়েকদিন ধরে অভিযানে নামে ইসরায়েল।

আল-শিফা হাসপাতালের চিকিৎসকরা গতকাল শনিবার বলেছেন, ‘অভিযানের সময় ইসরায়েলি বাহিনী মেডিকেল কর্মীদের লাঞ্ছিত করেছে, অনেক রোগীকে গ্রেপ্তার করেছে। সেইসঙ্গে লাশও চুরি করে নিয়ে গেছে।’

আনাদোলু এজেন্সিকে আল-শিফার চিকিৎসক মোয়াতাজ হারারা বলেছেন, ‘ইসরায়েলি বাহিনী হাসপাতালের ভবনে অভিযান চালিয়েছে, মেডিকেল সরঞ্জাম ধ্বংস করে দিয়েছে এবং বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। এরপর হাসপাতাল থেকে চলে যাওয়ার পর তারা বৈদ্যুতিক জেনারেটর গুঁড়িয়ে দেয়।’

হাসপাতালটির আরেক চিকিৎসক মুস্তোফা সুকেইক বলেন, ‘ইসরায়েলি বাহিনী আল-শিফা দখল করে নেয় এবং চলাচল বন্ধ করে দেয়। আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।’

গত ৭ অক্টোবর গাজা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট ছুড়ে হামাস। তাদের দাবি, মাত্র ২০ মিনিটের মধ্যে ইসরায়েলে পাঁচ হাজার রকেট ছুড়েছে। সেইসঙ্গে হামাসের যোদ্ধারা ইসরায়েলের সীমান্ত ভেদ করে দেশটিতে তাণ্ডব চালায়।

এতে ইসরায়েলে নিহত হয়েছে এক হাজার ২০০ জন। আহত তিন হাজারের বেশি। সেইসঙ্গে ২৪০ জনকে জিম্মি করে হামাসের যোদ্ধারা। এরপর থেকেই গাজায় হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী।

তবে হামাস ও ইসরায়েলের মধ্যে চারদিনের যুদ্ধবিরতি চলছে। আজ তৃতীয়দিন। যুদ্ধবিরত শেষ হলে আবার অভিযান শুরু করবে বলে জানিয়েছে ইসরায়েল।