ভারতের অন্ধ্রপ্রদেশের বিশাখাপাটনাম সমুদ্রবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৫টি মাছ ধরার নৌকা পুড়ে গেছে। গতকাল রবিবার রাতে সেখানে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে অংশ নেয় ভারতীয় নৌবাহিনী। সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, প্রত্যেকটি নৌকার মূল্য প্রায় ১৫ লাখ রুপি। তাই সবমিলে ৪ থেকে ৫ কোটি রুপি ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিশাখাপাটনাম এর পুলিশ কমিশনার রবি শঙ্কর বলেন, গভীর রাতে একটি মাছ ধরার নৌকায় আগুন লাগে। তখন নৌকাটিকে ভাসিয়ে দেওয়া হয় যেন অন্যান্য নৌকায় তা ছড়িয়ে না পরে। কিন্তু বাতাস ও স্রোতের টানে নৌকাটি বন্দরে ফিরে আসে এবং অন্য নৌকাতেও আগুন ধরে যায়।

তিনি বলেন, নৌকায় থাকা ডিজেল ও গ্যাস সিলিন্ডারের কারণে দ্রুত সেখানে বিস্ফোরণ হয় ও আগুন ছড়িয়ে পড়তে থাকে। বিস্ফোরণের শব্দে নিকটবর্তী এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সম্প্রচারমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, দমকলকর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছে এবং পাশেই অসহায়ের মতো আর্তনাদ করছেন জেলেরা। জেলেদের ধারণা কোনো চক্র সেখানে আগুন ধরিয়ে দিয়েছে।

পুলিশ জানান, এখনো আগুনের সূত্রপাতের কোনো কারণ জানা যায়নি। এই ঘটনায় কেউ হতাহত হননি।