ফিলিস্তিনি স্বাধীনতা কামী গোষ্ঠী হামাসের সামরিক শাখা কাতারি মধ্যস্থতাকারীদের জানিয়েছে পাঁচ দিনের যুদ্ধবিরতির বিনিময়ে তাদের হাতে আটক প্রায় ৭০ জন নারী ও শিশুকে মুক্তি দিতে প্রস্তুত রয়েছে তারা।

গত ৭ অক্টোবর সীমান্ত বেড়া ভেঙে ইসরায়েলি অধিকৃত ভূখণ্ডে প্রবেশ করে ২৪২ জন ইসরায়েলি ও অন্যান্য দেশের নাগরিকদের বন্দি হিসেবে গাজায় নিয়ে যায় হামাস যোদ্ধারা।

সে সময় তারা জানিয়েছিল ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনিদের মুক্ত করতে ইসরায়েলি বন্দিদের পণ হিসেবে ব্যবহার করা হবে।
হামাসের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত একটি অডিও রেকর্ডে হামাসের সশস্ত্র শাখা আলকাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা বলেন, কাতারি ভাইদের সঙ্গে আমাদের কথা হয়েছে। আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে যদি শত্রুরা ৫ দিনের যুদ্ধবিরতি দেয় তবে আমরা ৭০ জন ইসরায়েলিকে আমরা মুক্তি দেবো। এটি পূর্ণমাত্রার যুদ্ধবিরতি হতে হবে এবং এই সময় গাজা উপত্যকার সবখানে ত্রাণসহ মানবিক সহায়তা পৌঁছানোর সুযোগ থাকতে হবে।

যে ৭০ জন পণবন্দিকে তারা মুক্তি দেবে, তারা মূলত মহিলা এবং শিশু। এই বার্তা ইজরায়েলের কাছে পৌঁছে দিতে বলা হয়েছে কাতারকে। আবু উবাইদা জানান, ইজরায়েলি কর্তৃপক্ষ অন্তত ১০০ জনকে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে।

হামাসের ঘোষণাটি এমন সময় আসলো যখন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী দাবি করছেন হামাস গাজায় তাদের নিয়ন্ত্রণ হারিয়েছে।