বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ বলে জানালেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার রাজধানীর নয়াপল্টনে গণমিছিলে দেওয়া বক্তব্যে এ কথা জানান তিনি। ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর বিএনপি এ মিছিলের আয়োজন করে।

বিএনপি মহাসচিব বলেন, ‘বন্ধুগণ, এই রোদ-বৃষ্টি উপেক্ষা করে আপনাদের এই মিছিল প্রমাণ করেছে যে এই দেশের মানুষ হাসিনার সরকারকে তাদের না জানিয়ে দিয়েছে। এই দেশের মানুষ শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় দেখতে চায় না। এই সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য সমস্ত অনৈতিক কাজগুলো করছে। আজকে দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তারা আটক করে রেখে দিয়েছে। অত্যন্ত অসুস্থ অবস্থায় তিনি আজকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।’

মির্জা ফখরুল বলেন, ‘তাই বন্ধুগণ এই মিছিল থেকে আওয়াজ উঠছে এই মুহূর্তে দেশনেত্রীকে মুক্তি দিতে হবে। আমাদের সকলের মামলা প্রত্যাহার করতে হবে।’

তিনি বলেন, ‘এই সরকার আমাদের বিরোধীদের সকল অধিকার কেড়ে নিলেও আজকে আমাদের জনগণ রাস্তায় দাঁড়িয়ে যে আওয়াজ দিচ্ছে, সেই আওয়াজকে উতড়ে যাওয়ার ক্ষমতা সরকারের নেই। তাই বন্ধুগণ, আমরা সবাই ঐক্যবদ্ধ হই। যতই চক্রান্ত করুক, ঘরের ভেতর চক্রান্ত করছে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক গত দুই দিন আগে বলেছেন, সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর আক্রমণ হতে পারে। তারাই তো, আওয়ামী লীগ এই আক্রমণ করে তারা বিরোধীদলেল ওপর দোষ চাপানোর চেষ্টা করবে। সবাইকে সতর্ক থাকতে হবে।’

মির্জা ফখরুল বলেন, ‘আরও বুকে সাহস নিয়ে, শক্তি নিয়ে, রাস্তায় নেমে এই ভয়াবহ দানবীয় সরকারকে পরাজিত করতে হবে। আজ কৃষক-শ্রমিক-মেহনতি মানুষ সমস্ত দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়েছে। সবাই ঐক্যবদ্ধ হয়েছি, এই ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে আমাদেরকে তাদের পরাজিত করতে হবে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আপনারা ভিজছেন, কষ্ট করছেন। আরও সামনে কষ্ট হবে। কিন্তু এই সরকারকে পরাজিত করে সত্যিকার অর্থেই একটা নিরপেক্ষ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।’

এসময় বিভিন্ন দাবি তুলে ধরে তিনি বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে, এই সরকারকে পদত্যাগ করতে হবে, সংসদ বিলুপ্ত করতে হবে এবং একটি নিরপেক্ষ, নির্দলীয় সরকার তৈরি করে তার মাধ্যমে নতুন নির্বাচন কমিশন গঠন করে, নির্বাচনের মধ্য দিয়ে পার্লামেন্ট ও সরকার গঠন করতে হবে।’