চৌধুরী সুগার মিলস মামলায় পাকিস্তান মুসলিম লিগ নওয়াজের (পিএমএল-এন) সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজকে দেওয়া জামিন বাতিলের জন্য ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোর (এনএবি) আবেদনের ওপর আগামী ২২ আগস্ট শুনানি করবেন সুপ্রিমকোর্ট।

পাকিস্তানের প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়ালের নেতৃত্বাধীন দুই সদস্যের বেঞ্চ আগামী সপ্তাহে এ মামলার শুনানি করবেন।

শরিফ পরিবারের বিরুদ্ধে চৌধুরী সুগার মিলসকে অর্থপাচার এবং অবৈধভাবে শেয়ার হস্তান্তরের জন্য ব্যবহার করার অভিযোগ রয়েছে।

ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোর (এনএবি) মতে, ঋণ পাওয়ার আগেই কারখানাটি প্রতিষ্ঠিত হওয়া সত্ত্বেও মিলটি স্থাপনের অজুহাতে পরিবারটি ১৫ মিলিয়ন ডলার ঋণ নিয়েছিল।

এনএবি জানিয়েছে, ২০০৮ সালে পিএমএল-এনের ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজের কাছে মিলের শেয়ারের মাধ্যমে ৭০ লাখ টাকারও বেশি শেয়ার হস্তান্তর করা হয়, যা পরে ২০১০ সালে তার চাচাতো ভাই ইউসুফ আব্বাস শরিফের কাছে হস্তান্তর করা হয়।