সামরিক সরকার শাসিত নাইজারে সশস্ত্র বাহিনীর হামলায় অন্তত ১৭ জন সেনা সদস্য নিহত হয়েছে, আহত হয়েছেন আও ২০ জন। গতকাল মঙ্গলবার দেশটি মালি সীমান্তবর্তী অঞ্চলে এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার এক বিবৃতিতে নাইজারের প্রতিরক্ষা বাহিনী জানা সেনা সদস্যরা বোনি থেকে তরোদি অঞ্চলে যাওয়ার সময় এই হামলার ঘটনা ঘটে। কতুগু শহরের কাছাকাছি স্থানে সন্ত্রাসীরা তাদের ওপর হামলা চালায়।

নাইজারের সেনাবাহিনীর দাবি, পাল্টা আক্রমণে শত্রুপক্ষের শতাধিক সশস্ত্র সদস্যকে হত্যা করা হয়।

গত এক দশকে মালির সঙ্গে সীমান্তবর্তী অঞ্চল, বুরকিনা ফাসোর উত্তরাঞ্চল ও নাইজারের পশ্চিমাঞ্চলে প্রায়ই এমন সহিংসতার ঘটনা ঘটেছে। জঙ্গি গোষ্ঠী গোষ্ঠী আল-কায়েদা ও আইএস সংশ্লিষ্ট গ্রুপগুলো এখানে সক্রিয় রয়েছে। তিনটি দেশেই ২০২০ সালের পর থেকে সামরিক অভ্যুত্থান ঘটেছে। সর্বশেষ ২৬ জুলাই নাইজারে সেনা অভ্যুত্থান ঘটে।

আল-জাজিরার সংবাদদাতা আহমেদ ইদ্রিস জানান, ফ্রান্সের সঙ্গে সামরিক চুক্তি বাতিলের পর নাইজাররে জন্য অস্ত্র সংগ্রহ করা কঠিন হয়ে পড়েছে। এখন নাইজারক পাশ্ববর্তী মালি কিংবা বুরকিনা ফাসোর কাছ থেকে সামরিক সহায়তা নিতে হতে পারে। তবে তারা কতক্ষণ পর্যন্ত এই সহায়তা দিতে পারবে সেটাই বড় প্রশ্ন।