নামাজের জন্য গতকাল শুক্রবার একটি মসজিদে জড়ো হয়েছিলেন শত শত মুসল্লি। সেই সময় মসজিদের একটি অংশ ধসে পড়ে যায়। এতে অন্তত সাতজন নিহত হয়েছেন। খবর আল জাজিরার।

নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় কাদুনা প্রদেশে জারিয়া কেন্দ্রীয় মসজিদে ঘটেছে এ ঘটনা। জারিয়া দেশটির উত্তরাঞ্চলের একটি সর্ববৃহৎ শহর।

জারিয়া আমিরাত কাউন্সিলের মুখপাত্র আব্দুল্লাহি কওয়াবাই জানান, আসরের নামাজ পড়ার জন্য কয়েকশ মানুষ জড়ো হওয়ার পর এ ঘটনা ঘটে।

দেশটির রাষ্ট্রীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, মসজিদ ধসের ঘটনায় আরও ২৩ জন আহত হয়েছে। দমকলকর্মীরা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, ১৮৩০-এর দশকে মসজিদটি নির্মিত।

আব্দুল্লাহি কওয়াবাই বলেন, মসজিদ ধসের পর প্রথমে চারজনের মৃতদেহ পাওয়া যায়। পরবর্তী সময়ে উদ্ধারকারী দল মসজিদের ধ্বংসস্তূপে তল্লাশি চালিয়ে আরও তিনজনের মৃতদেহ উদ্ধার করে।