এসিসি ইমার্জিং এশিয়া কাপের শিরোপা জিতেছে পাকিস্তান ‘এ’ দল। রোববার তারা ভারত ‘এ’ দলকে স্রেফ উড়িয়ে দিয়েছে। ১২৮ রানের বিশাল ব‌্যবধানে জিতেছে পাকিস্তানের দলটি।

শিরোপা জেতার সঙ্গে বদলাও নিয়েছে তারা। গ্রুপ পর্বে পাকিস্তানকে ভারত হারিয়েছিল ৮ উইকেটে। টুর্নামেন্টে ফাইনালের আগে একমাত্র অপরাজিত দলও ভারত। সেই দলটাকে মাটিতে নামিয়ে শিরোপার স্বাদ পেয়েছে পাকিস্তান।

কলম্বোতে আগে ব‌্যাটিং করে পাকিস্তান ৮ উইকেটে ৩৫২ রান করে। জবাবে ভারতের ইনিংস শেষ হয় ২২৪ রানে।

পাকিস্তানের জয়ের নায়ক তায়েব তাহির। চারে নেমে তিনি খেলেন ৭১ বলে ১০৮ রানের ইনিংস। ১২টি চারের সঙ্গে মারেন ৪টি ছক্কা। পাকিস্তান বড় রান পাবে শুরু থেকে বোঝা যাচ্ছিল। টস হেরে ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার ১২১ রানের জুটি গড়েন। সাইম আইয়ুব ৫৯ ও শাহিবজাদা ফারহান ৬৫ রান করেন।

তিনে নামা ওমাইর ইউসুফের ব্যাট থেকে আসে ৩৫ রান। শেষ দিকে ৩৫ রানের আরেকটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন মুবসাইর খান।

ভারতের বোলিং তেমন ভালো হয়নি। পেসার রাজবর্ধন হারজ্ঞানজেগার ও স্পিনার রায়ান পরাগ ২টি করে উইকেট নেন।

ব‌্যাটিংয়েও নিষ্প্রভ দিন গেছে তাদের। সর্বোচ্চ ৬১ রান করেছেন ওপেনার অভিষেক শর্মা। এছাড়া অধিনায়ক ইয়াশ ধুল ৩৯, শাই সুদর্শন ২৯ রান করেন।

পাকিস্তানের হয়ে বল হাতে সুফিয়ান মুকিম ৬৬ রানে ৩ উইকেট নেন। ২টি করে উইকেট পেয়েছেন আরশাদ ইকবাল, মেহরান মুমতাজ ও মোহাম্মদ ওয়াসিম।

১১ উইকেট নিয়ে টুর্নামেন্ট সেরার পুরস্কার পেয়েছেন ভারতের পেসার নিশান্ত সিন্ধু।