রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনার বাহিনীর আর অস্তিত্ব নেই বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গতকাল বৃহস্পতিবার রাতে দেওয়া এক সাক্ষাৎকারে এ দাবি করেন তিনি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, গতকাল বৃহস্পতিবার রাতে পুতিন কোমমেরস্যান্ট নামের এক পত্রিকাকে জানিয়েছেন সম্প্রতি মস্কোতে ওয়াগনার প্রধান ইয়েভগানি প্রিগোজিনের সঙ্গে তার বৈঠকে হয়। এ সময় তিনি প্রিগোজিনকে রুশ সেনাবাহিনীতে অংশ নেওয়ার প্রস্তাব দেন। পুতিন বলেন, ‘এ ব্যক্তি (প্রিগোজিন) এ সিদ্ধান্তে একমত পোষণ করেননি।’

গত ২৩-২৪ জুন ওয়াগনার বাহিনীর বিদ্রোহের পরই ওই বৈঠক অনুষ্ঠিত হয়। ওয়াগনার বাহিনীর বিদ্রোহ পুতিন প্রশাসনকে বেকায়দায় ফেলে দিয়েছিল। সংক্ষিপ্ত সে বিদ্রোহ শেষ হলে ওয়াগনার বাহিনীকে রুশ সেনাবাহিনী অথবা তাদের ঘনিষ্ঠ মিত্র বেলারুশ সেনাবাহিনী যোগদানের প্রস্তাব দেওয়া হয়।

বৈঠকের বিষয়ে পুতিন জানান, ২৯ জুন অনুষ্ঠিত বৈঠকে প্রিগোজিনসহ ওয়াগনার বাহিনীর ৩৫ জন কমান্ডার উপস্থিত ছিলেন। এ সময় তিনি সেনাবাহিনীতে প্রবেশ ছাড়াও ওয়াগনার বাহিনীর সদস্যদের আরও নানা ধরনের চাকরির প্রস্তাব দেন। পুতিন বলেন, ‘এ সময় অনেক ওয়াগনার সৈন্য মাথা নেড়ে সম্মতি জানান। তবে সামনের সারিতে বসে থাকা প্রিগোজিন এর অনেক কিছুই দেখেননি। তিনি সব কিছু শোনার পর বলেন, ‘‘কেউ এই সিদ্ধান্তে একমত নয়’’।’

ওয়াগনার বাহিনী ইউক্রেন যুদ্ধে রিভার্ভ ফোর্স হিসেবে থাকবে কি না, এমন প্রশ্নের জবাবে রুশ প্রেসিডেন্ট বলেন, ‘বেসকারি সামরিক বাহিনীর বিষয়ে কোনো আইন নেই। এটির (ওয়াগনার বাহিনী) অস্তিত্ব নেই।’