ইউক্রেন যুদ্ধে নিরপেক্ষ থাকা বেশ কয়েকটি দেশকে একত্রিত করে শনিবার ডেনমার্কে এক শান্তি আলোচনার আয়োজন করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

বৈঠকের বিষয়ে কিছু তথ্য ফাঁস হয়েছে। তবে নাম প্রকাশ না করার শর্তে একজন পশ্চিমা কর্মকর্তা হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের সেখানে উপস্থিতির কথা নিশ্চিত করেছেন। খবর এএফপি’র।

সূত্রটি জানায়, কোপেনহেগেনে এ বৈঠকের লক্ষ্য ইউক্রেনে ‘ন্যায় ও স্থায়ী শান্তি অর্জনের উপায় নিয়ে আলোচনা করা।

সূত্রটি আরো জানায়, আমন্ত্রিতদের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং গত বছর রাশিয়ার আগ্রাসনের পর ইউক্রেনকে সমর্থনকারী অন্যান্য দেশগুলোর শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা ও সেইসঙ্গে যারা হামলার নিন্দা করেনি তারা অংশগ্রহণ করেছে।