রাশিয়ার ৩২ টি কামিকাজে ড্রোন ভূপাতিতের দাবি করেছে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা বাহিনী। আজ মঙ্গলবার কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইউক্রেনের পক্ষ থেকে বলা হয়েছে, রাশিয়া রাতজুড়ে ৩৫ টি ড্রোন ছুড়ে। এর মধ্যে ৩২ টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। বার্তা আদান প্রদানের মাধ্যম টেলিগ্রামে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে বলেছে, ব্রায়ানস্ক অঞ্চল ও পূর্বাঞ্চলীয় আজব উপকূলীয় অঞ্চলের দক্ষিণাঞ্চলীয় এবং উত্তরাঞ্চলীয় স্থান থেকে এসব ড্রোন ছোড়া হয়েছে।

ইউক্রেনের মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ৩০টি শাহেদ ড্রোন আকাশ প্রতিরক্ষা বাহিনী এবং যোদ্ধারা ধ্বংস করেছে।

গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ১৫ মাসের বেশি সময় ধরে চলছে ইউক্রেন রাশিয়া যুদ্ধ। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাতের পরিমাণ অনেক বেড়েছে।